হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) আর নেই। কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে অসুস্থতা বেড়ে গেলে তাকে কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল চারটার দিকে হাসপাতালের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তানভীর মাহমুদ। দীর্ঘদিন ধরে তার রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ধরনের শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা ছিল, এই রোগগুলোর কারণে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
হলমার্ক কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর মাহমুদ। অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নিয়ে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ঢাকার প্রথম বিশেষ জজ আদালত তাকে, তার স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণা করেন বিচারক মো. আবুল কাশেম।
সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের আলোচিত ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপ ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। এসব মামলার একটির রায়ে সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর মাহমুদ।
তার মৃত্যুতে হলমার্ক মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও আলোচিত দুর্নীতির প্রসঙ্গ আবারও সামনে এসেছে।


