বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন (২২) নলডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বথুয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল করছিলেন। ওই সময় যুবদল নেতা রিপন শেখ ও তার সহযোগীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে মশাল মিছিলে থাকা কয়েকজন যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। আতঙ্কে রিপন শেখ ঘটনাস্থল থেকে সরে যান।
এর দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আরাফাত হোসেন নামীয় আসামি ছিলেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে চলছে।”


