সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় বগুড়ার শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বাদ আসর উপজেলার হাপুনিয়া মহাবাগ স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদে উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। মহান আল্লাহর কাছে আমরা তাঁর দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করছি, যাতে তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রদল নেতা আহসান হাবিব আরমান, স্বাধীন মাহমুদ, ফরিদুল ইসলাম, পৌর ছাত্রদলের ফারহান লাবিব, আপন ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জামরুল ইসলাম এবং শালফা টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ ইসলাম। এছাড়াও রিয়াদ হাসান, মাহিন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।


