নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি থাকলেও তফসিল ঘোষণা করার দিন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি জানান।
আখতার আহমেদ জানান, সকালে আয়োজিত মিটিংয়ে সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।
তফসিল ঘোষণার দিন সম্পর্কে তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।”
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা থাকায় ইসি আগে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আগে জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল। ইসি সচিব সভায় অংশগ্রহণের পাশাপাশি সাংবাদিকদের অনুরোধ করেন নির্বাচনের বিষয়ে সঠিক তথ্য পরিবেশন করতে এবং ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।
ওই কর্মশালায় আখতার আহমেদের বক্তৃতার পাশাপাশি নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদও সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন; সেখানে সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও নির্বাচনসংক্রান্ত মামলা নিষ্পত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। কর্মশালনের এই সেশন ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ছিলেন।
নির্বাচন কমিশন তফসিলের চূড়ান্ত তারিখ ঘোষণা না করা পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য কমিশন থেকেই প্রকাশ হবে এমন অবস্থানে ইসি রয়েছে।


