বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ উদ্দিন (বি.কম)আর নেই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও স্বজনদের রেখে গেছেন।
মো. ইউছুফ উদ্দিন বগুড়ার শেরপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। তিনি মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মরহুম শেখ আয়েজ উদ্দিনের বড় ছেলে এবং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টুর বড় ভাই। এছাড়া তিনি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে ইউছুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


