সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, ম্যাচ দুটি আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) আয়োজন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (মঙ্গলবার) দুটি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্থগিত ম্যাচ দুটি বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শোকাবহ পরিস্থিতি ও রাষ্ট্রীয় কর্মসূচি বিবেচনায় নিয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বুধবারের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার কারণে দিনের প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে, দ্বিতীয় ম্যাচটিও সন্ধ্যা ৬টার পরিবর্তে এক ঘণ্টা বা দুই ঘণ্টা পরে শুরু হতে পারে।
নতুন সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। আর দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।
বিসিবি জানিয়েছে, মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) জন্য কেনা টিকিট দিয়েই দর্শকরা বুধবারের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিট সংক্রান্ত বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
শোকের এই সময়ে ম্যাচ পুনঃনির্ধারণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিসিবি।


