যাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং যারা জনগণের কাছে প্রত্যাখ্যাত, তারাই অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের বিদ্যমান সংকট ও দুর্বলতা কাটিয়ে উঠতে হলে নির্বাচনের মধ্য দিয়েই সামনে এগোতে হবে। তার ভাষায়, নির্বাচনই নতুন বাংলাদেশ গড়ার পথ।
তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।


