বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের ‘জামাই আদরে’ রাখা হবে বলে মন্তব্য করেছেন খুলনা-১ আসনে দলটির মনোনীত সনাতন ধর্মাবলম্বী প্রার্থী কৃষ্ণ নন্দী।
মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কৃষ্ণ নন্দী বলেন, “অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।”
নির্বাচনকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “একটি দলের মহাসচিব বলেছেন, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছে। কিন্তু জামায়াত কারো বিকাশ নম্বর নিয়ে টাকা দিয়ে ভোট কেনে না।”
তিনি আরও বলেন, “হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনাবেচা করা হচ্ছে। এটা ঠিক নয়। টাকা দিয়ে মানুষের ভোট কেনা যাবে না।”


