বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শেরপুর জোনাল অফিসের উদ্যোগে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, ট্রান্সফর্মার চুরি প্রতিরোধ এবং ২০২৬ সালের গণভোটের সমর্থনে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার কুসুম্বী ইউনিয়নের বোর্ডের হাট এলাকায় এই সচেতনতামূলক সভাটি আয়োজন করা হয়।
কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল বর্মন। এছাড়া অনুষ্ঠানে এজিএম মো. আব্দুল, পিইউসি আব্দুল আলীম এবং ইন্সপেক্টর সবুজ হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কেবল বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে না, সাধারণ গ্রাহকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই অপতৎপরতা রোধে এলাকাভিত্তিক নজরদারি বাড়ানো, স্থানীয় জনগণের সহযোগিতা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে চোর চক্রকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ খাতের নিরাপত্তার পাশাপাশি সভায় আসন্ন ২০২৬ সালের গণভোট প্রসঙ্গও উঠে আসে। এ সময় পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বাচনিক ভোটের পক্ষে জনমত তৈরির জন্য প্রচারণা চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিদ্যুৎ গ্রাহকরা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


