নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী আইনজীবী ফারজানা শারমিন (পুতুল) অভিযোগ করেছেন, নারী হওয়ার কারণে নির্বাচনী প্রচারণায় তাকে বুলিং বা কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় এক পথসভায় উপস্থিত নারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
পথসভায় ফারজানা শারমিন প্রশ্ন রাখেন, ‘নারী হওয়ায় আমাদেরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। তাহলে বাংলাদেশের কোন নারী নিরাপদ?’ তবে তিনি উপস্থিত নারীদের আশ্বস্ত করে বলেন, সমাজের কিছু হীন মানসিকতার মানুষ এমন আচরণ করলেও জনগণ তাদের বর্জন করবে এবং এই পরিস্থিতির পরিবর্তন হবে।
আইনজীবী ফারজানা শারমিন বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের মেয়ে। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ।
সোমবার সকাল ১০টায় গৌরিপুরের নিজ বাড়ি থেকে প্রচারণায় নামার সময় ফারজানা শারমিন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের মুখোমুখি হন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক জনসংযোগ চালান। জিগরী সবুজ সংঘে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি জিগরী উচ্চবিদ্যালয় মাঠে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন।
পরবর্তীতে গ্রামের মেঠোপথ ধরে ঠেঙ্গামারা গ্রামে যান এবং রাস্তার পাশে অপেক্ষমাণ নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে জমসেদ মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে এলাকাবাসী দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানান। জবাবে ফারজানা শারমিন বলেন, তার বাবা ১৯৯১ সাল থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং নির্বাচিত হলে তিনি বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন।
প্রচারণার অংশ হিসেবে তিনি একই গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজের বাড়িতে যান। সেখানে বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাসানুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। দিনভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রচারণা শেষে সংবাদমাধ্যমকে ফারজানা শারমিন জানান, রাজশাহী বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী তিনি। নারী ভোটারদের কাছে সহজে পৌঁছাতে পারাটা তার জন্য বড় সুবিধা। তবে প্রতিপক্ষের কুরুচিপূর্ণ প্রচারণাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক সমর্থকের অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে বিরোধীদের জনসমর্থন আরও কমবে এবং তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন।


