বান্দরবান সদরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন। বান্দরবান শহরে এক ট্রাক দুর্ঘটনায় আহমদ রশিদ ৬০ বছর বয়সী এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরেক শ্রমিক।
বান্দরবান সদর থানার সাব ইন্সপেক্টর মো: মিজানুল হক জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান সদরে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে মো: মিজানুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, নিহত শ্রমিক আহমদ রশিদ বান্দরবান পৌর এলাকার কালাঘাটার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, বান্দরবান শহর থেকে কেরানিহাটমুখী ট্রাকটি রেইচা ডাইভারশনের ঢালু পয়েন্টে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে ২৫/৩০ ফুট দূরে পড়ে যায়। এর ফলে দুর্ঘটানটি ঘটে। দুর্ঘটনায় ট্রাক চালক আহত হলেও দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত শ্রমিক মো: জয়নাল উদ্দিনকে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।