পুতিন ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (০৮ ডিসেম্বর) ঘোষণা দিয়েছেন, আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার হিরোস অব ফাদারল্যান্ড ডে উপলক্ষে ক্রেমলিনে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের সাথে আলোচনার সময় পুতিন বলেছেন, তিনি ৫ম মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে আগের দিন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাশিয়ার ফেডারেশন কাউন্সিল ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করে একটি প্রস্তাব পাস করেছে।