লাকসামে বাস দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২০ হয়েছেন জন। কুমিল্লা থেকে নোয়াখালীগামী আঞ্চলিক মহাসড়কে লাকসামের কৃষ্ণপুর এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় ১ বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ বাস দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম থানার (এসআই) মো: বোরহান উদ্দিন ভূইয়া। তিনি জানান, ঘটনাস্থলে নিহত মো: সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মো: মোতালেব হোসেনের ছেলে।
লাকসামে বাস দুর্ঘটনার বিষেয়ে কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহন নামে ১টি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা পার করেছিল। তখন একই অভিমুখে খোলা ট্রাক্টরে ১টি এক্সক্যাভেটর নেওয়া হচ্ছিল।
তখন দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সক্যাভেটরের লম্বা বাকেটের অংশ বাসের সামনের দিকে ঢুকে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন যাত্রী নিহত হয়েছেন। বাস চালকের বাম পা থেঁতলে যায় এবং আরও ২০ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।