ভারতের আসামে পিকনিকে যাওয়ার পথে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনন্ত আরও ২৭ জন। আজ বুধবার ভোর ৫টার দিকে আসাম রাজ্যের দেরগাঁওয়ে এ ঘটনাটি ঘটে।
প্রতক্ষদশীরা জানান, ভারতের আসামে একটি যাত্রীবাহী বাস ৪৫ জন যাত্রী নিয়ে পিকনিক করতে আসাম তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের উদ্দেশে রাত ৩টায় যাত্রা শুরু করে বাসটি। গন্তব্যে পৌঁছানোর আগেই অপরদিক থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটানার পরপরই পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থলেই মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের গুরতর অবস্থায় ভর্তি রয়েছে।