রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি করায় মামুন হোসেন (৩০) নামের এক মাংস ব্যবসায়ী হত্যা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাঘা উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। নিহত মো: মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকার মৃত মো: রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন হোসেন ও খোকন সম্পর্কে তারা মামাত-ফুফাত ভাই। তারা একসাথে মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার সকালে তারা দুই ভাই পাশাপাশি মাংস বিক্রি করছিল। এর মধ্যে খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজিপ্রতি হিসেবে মাংস বিক্রি শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করে খোকন।। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।।
রাজশাহীর বাঘায় খুনের বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ হাপাতালে রয়েছে। অভিযুক্ত খোকন পলাতক রয়েছেন। তাকে দ্রুত আটকের অভিযান চলমান রয়েছে।