পর্যটন খাতে আয় বাড়াতে এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে ২৮টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এমন সুবিধা শুধু আকাশপথে ইরানে প্রবেশকারীদের জন্যই প্রযোজ্য হবে। তবে স্থল সীমান্ত দিয়ে আসা যাত্রীদের ভিসা করেই ইরানে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন দেশটি। রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ইরানে প্রবেশ করতে পারবেন এই ২৮টি দেশের নাগরিকরা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ভিসা ছাড়াই যেসব দেশ এ সুবিধা পাবে তা হলো, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কিউবা, কম্বোডিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, কিরগিজস্তান, মৌরিতানিয়া, তিউনিসিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেক্সিকো, মরিশাস, সেশেলস, ব্রাজিল, পেরু, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও বেলারুশ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, সংসদীয় এবং প্রবাসী বিষয়ক ডেপুটি আলি রেজা বিগদেলি জানান, তালিকায় থাকা দেশগুলো নাগরিকরা পর্যটক হিসেবে আকাশপথে ইরান ভ্রমণে এলে তাদের ভিসার প্রয়োজন পড়বে না। এ ভ্রমণ সুবিধা রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। মন্ত্রিসভার নির্বাহী আদেশে ইরান সরকার এক নতুন ভিসানীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান জানান, ভারতীয় নাগরিকরা এখন থেকে বিমানে করে ইরানে পৌঁছালে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। তবে স্থলপথে আসলে ভিসা করতে হবে তাদের।