শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: খোরশেদ আলম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সিএনজি ড্রাইভার মো: বিল্লাল (৩৫) ও মো: আব্দুল কাদির নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান।
নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের মো: জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও পথচারি মো: আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক সিলেটের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পান ভর্তি ১টি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা ১টি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো: খোরশেদ আলমের মৃত্যু হয়।
পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে ধুমড়ে-মুচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এ সময় ট্রাকের ড্রাইভার এবং সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ওই ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে বিষয়ে ঝিনাইগাতী থানার পুলিশ সুপার (এসআই) রাজীব ভৌমিক বলেন, ড্রাইভার ও তার সহকারী পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।