কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো: ছৈয়দ করিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িত মো: ছালামত উল্লাহকে (৩৮) গ্রেফতার করা যায়নি।
নিহত মো: ছৈয়দ করিম উপজেলার উত্তর নিদানিয়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।
কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন, এ বিষয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন জানান, ছৈয়দ করিমকে চাচাতো ভাই মো: ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা মো: ছৈয়দ করিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া আছে এমন সন্দেহের ভিত্তিতে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছালামত উল্লাহ পলাতক রয়েছে। তাকে আটকের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে, হত্যাকাণ্ডের মূলকারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।