রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় মো: শাহারিয়ার নাফিজ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে মো: মাহফুজ (১৭) নামে আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পরীক্ষার্থী শাহারিয়ার নাফিজ উপজেলার পালশা গ্রামের মো: আব্দুল ওহায়েদের ছেলে। আহত মাহফুজ একই এলাকার মো: নান্টুর ছেলে। তারা দুজনেই পালসা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজ ও তার বন্ধু মাহফুজ ২ জনই ১টি মোটরসাইকেল করে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে আনুলিয়া স্কুল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাকের সামনে পড়ে যায় তারা। এ সময় শাহারিয়ার নাফিজ তার দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে।
একপর্যায়ে রাস্তার পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যায় নাফিজ। আর মাহফুজ ছিটকে পড়ে রাস্তার পাশে। এতে ঘটনাস্থলেই নাফিজের মৃত্যু। মাহফুজও গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত মাহফুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে, এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।