সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মল্লিক নামের এক কৃষককে পিটিয়ে হত্যার মামলায় এজাহারনামীয় দুই আসামি বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার পুর্ব চরকৈজুরী এলাকার মৃত মকছেদ শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৫৫) ও তার ছেলে মো: রাশেদুল হাসান (২৩)। শনিবার (২৩ মার্চ) বিকেলে র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে র্যাব সদর দপ্তরের সহযোগিতায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা রাজধানীর পল্লবী থানার আলবদীরটেক পশ্চিমপাড়া ও সাভার থানার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় বাবা ও ছেলেকে আটকের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ স্কোয়াড লিডার-কোম্পানি কমান্ডার মো: ইলিয়াস খান উল্লেখ করেছেন, আটককৃত আসামিদের সঙ্গে মামলার বাদী হোসেন মল্লিকের পারিবারিক এবং জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ অবস্থায় গত (২ মার্চ) হোসেন মল্লিকের বাবা দুলাল মল্লিক জমি থেকে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো বাঁশের লাঠি, হাঁসুয়া, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মল্লিককের উপর হামলা চালিয়ে জখম করে।
পরে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মল্লিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই আসামিরা আত্মগপনে ছিল। আটককৃত আসামিদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।