গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ আগুনে একটি ঝুট গোডাউন ও কলোনির ৪৬টি ঘর পুড়ে গেছে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় রাত ১টার দিকে একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের কলোনিতে এ আগুন ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে।
এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।