চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করা হয়।
চলতি বছরের ২২ এপ্রিল তিনি চট্টগ্রাম জেলার ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় তিনজনকে ফেনসিডিল পাচারের সময় আটক করেন স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। এ সময় ৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ৭ নম্বর ওয়ার্ডের সুখছড়ি এলাকার রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪৫) ও মুন্সীগঞ্জের গজারিয়া থানার তাজুল ইসলাম (৪৯)।
এদের মধ্যে রমিজ উদ্দিনের দাবি, তারা তিনজনই পুলিশের সোর্স এবং জব্দ করা ফেনসিডিলগুলো এসআই কামাল তাদের কাছে দিয়েছিলেন, পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে পৌঁছে দিতে বলা হয়েছিল।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ‘গতকাল সন্ধ্যায় অভিযুক্ত এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’