চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও তার নাতনির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেটসংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাদেরীয়া পাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং মো. সুমনের পাঁচ বছর বয়সী কন্যা জান্নাত আক্তার। তারা সম্পর্কে দাদি ও নাতনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় একটি ঘরের ভেতরে আটকা পড়ে যান রুমি আক্তার ও তার নাতনি জান্নাত। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।


