কেরানীগঞ্জে সরকারি স্বাগত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া তাকে ফুল দিতে গেলে ফুলের তোড়া নিতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১১ আগস্ট) সকালে সকালে কেরানীগঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, ইউএনও রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।
ফুল নিতে অস্বীকৃতি জানানো সময় ইউএনও রিনাত ফৌজিয়া হাসিমুখে বলেন, “আমি এটা প্রথম দিচ্ছি, স্যার। প্রথমবার মাফ করে দেন।” এরপর উপদেষ্টা সেই ফুল গ্রহণ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন।
আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কারাগারের খাবারের মান উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, “যারা এখানে বন্দী আছেন, তাদের খাবারের মান উন্নত করা হবে।