খুলনার ডুমুরিয়ায় মো: শামীমনামে এক যুবদল নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে তার ভাড়া বাসায় ঢুকে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের লোকজন ঘরে গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় থাকতেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন বলে জানা যায়।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, এটি ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’। এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।