বগুড়ার ঐতিহাসিক ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, তেলাপোকা ও ছারপোকা মিশ্রিত মসলা জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও খাবারের অনুপযোগী এসব মসলা বিক্রির অপরাধে ‘মেসার্স রিনী স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফতেহ আলী বাজারের মেসার্স রিনী স্টোরে তদারকিকালে দেখা যায়, সেখানে বিক্রির জন্য রাখা কিসমিস, এলাচ, দারুচিনি ও মৌরিসহ বিভিন্ন দামী মসলায় বিপুল সংখ্যক তেলাপোকা ও ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। এছাড়া খোলা আলুবোখারার পাত্রে তেলাপোকা এবং কালোজিরায় ক্ষতিকর ছত্রাক (ফাঙ্গাস) জমে থাকতে দেখা যায়।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির গোডাউন তল্লাশি করে কর্মকর্তারা সেখানেও বিপুল পরিমাণ পচা, মানহীন ও খাবারের অনুপযোগী মসলার মজুদ দেখতে পান।
অভিযানে ৫৫ কার্টন (৫৫০ কেজি) নষ্ট কিসমিস, ৪০ কেজি ফাঙ্গাসযুক্ত কালোজিরা, ৫ কেজি পোকাযুক্ত আলুবোখারা এবং ১০ কেজি দারুচিনি ও মৌরি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।
অভিযানকালে ফতেহ আলী বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।


