বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি উৎপল মালাকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক ও আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি রঞ্জন কুমার দে, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, কলম সৈনিকের প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, মানবকন্ঠ প্রতিনিধি রাশেদুল হক, এনটিভি অনলাইন প্রতিনিধি জাহিদ হাসান, ভোরের চেতনার আহসান হাবিব এবং প্রতিদিনের কাগজের জাহিদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনবানী গত ৩৫ বছর ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের যে আস্থা অর্জন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। সময়ের আধুনিকতার সাথে তাল মিলিয়ে পত্রিকাটি বর্তমানে অনলাইনেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছাপানো কাগজের পাশাপাশি দ্রুততম সময়ে নির্ভরযোগ্য সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে পত্রিকাটি এখন অন্যতম প্রধান ভরসা।
বক্তারা ভবিষ্যতেও পত্রিকাটির এই সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তির কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি। আয়োজনটি স্থানীয় সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।


