বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাকে দ্রুত বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার আশু রোগমুক্তি কামনা করে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বিবৃতি দিয়েছেন এবং জানে আলম খোকার সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।