বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শেরপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।
পৌর শহর জামায়াতের আয়োজনে এদিন সকালে শহরের বাসস্ট্যান্ড ও জনবহুল শেরপুর হাট এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় মাওলানা দবিবুর রহমান ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সাথে সরাসরি কথা বলেন।
তিনি আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন। ভোটারদের উদ্দেশে তিনি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি দেন এবং সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক সরকার ও সেক্রেটারি হেদায়েতুল ইসলাম। এছাড়াও যুব বিভাগের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মনিরুজ্জামানসহ পৌর ও যুব জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় প্রচারণায় অংশ নেন।


