বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

পুকুরপাড়ে ধসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ স্কুলের শিক্ষার্থীরা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এখান থেকে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন

অথচ সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির প্রবেশপথ এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশ ঘেঁষে থাকা বিশাল ও গভীর দুটি পুকুরের মাঝখানের সরু পাড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অন্তত ১২৫ জন শিশু শিক্ষার্থী। এমনকি পুকুরগুলোর ভাঙনের কারণে খোদ স্কুল ভবনটিও যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।

দুই পাশে গভীর পুকুর, মাঝখানের এই সরু পথ দিয়েই আতঙ্কের মধ্যে বিদ্যালয়ে আসা-যাওয়া করে হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্বেষণ।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষেই রয়েছে দুটি বড় পুকুর। স্থানীয়দের মতে, পুকুরগুলোর গভীরতা প্রায় ১৫ ফুট। বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রশস্ত রাস্তা নেই, পুকুর দুটির মাঝখানের সরু আইল বা পাড়ই যাতায়াতের একমাত্র মাধ্যম।

বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতে এই মাটির পথ পিচ্ছিল ও কাদাভর্তি হয়ে যায়। এছাড়া পুকুরের পাড় ভাঙতে শুরু করায় রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে, পাশাপাশি দুজন হাঁটাও দায়। অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পাড় ধসে বা পিচ্ছিল পথে পা পিছলে পুকুরে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওসমান গণি বলে, “স্কুলে আসার সময় খুব ভয় লাগে। রাস্তাটা অনেক চিকন, একটু এদিক-সেদিক হলেই পুকুরে পড়ে যাব। বর্ষাকালে তো আসতেই পারি না।”

চতুর্থ শ্রেণীর ফাতেমা খাতুন ও তৃতীয় শ্রেণীর রিফাত হোসেন জানায়, “পুকুরের পাড় অনেক উঁচু আর খাড়া। আমাদের যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে, তবুও ভয় লাগে।” দ্বিতীয় শ্রেণীর ফারিহা খাতুন ও প্রথম শ্রেণীর জান্নাত ইসলাম জানায়, তাদের এই ভয়ের রাস্তা অনেক কষ্টে পার হতে হয়।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়টি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।”

বিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে চলছে, কিন্তু এই যাতায়াত ব্যবস্থার কারণে আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি।

বিদ্যালয়ের নামে বর্তমানে মোট ৩৩ শতাংশ জমি রয়েছে। সংযোগ সড়ক না থাকায় বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য কোনো গাড়ি বা মালামাল প্রবেশ করানো যায় না, ফলে সংস্কার কাজও ব্যাহত হচ্ছে।”

বগুড়ার শেরপুরের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন। ভবনের গা ঘেঁষে বেড়ে ওঠা বিশাল গাছটি অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করছে, গাছটি অপসারণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। অন্বেষণ।

তিনি আরও বলেন, “পুকুরের পাড় সংস্কার করাটা এখন সবচেয়ে জরুরি। এছাড়া স্কুল ভবন সংলগ্ন একটি বটগাছ বেড়ে উঠেছে যা ভবনের জন্য ঝুঁকির কারণ। গাছটি নিলামের মাধ্যমে কাটার জন্য আমি সমাপনী পরীক্ষার পর উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাবো।”

বিদ্যালয় সংলগ্ন পুকুরের মালিক আব্দুস সাত্তার বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে থেকেই এখানে পুকুর ও জঙ্গল ছিল। জমির মূল মালিক শচীন্দ্রনাথ রায় মোট সোয়া ৫ বিঘা জমি থেকে ৩৩ শতক বিদ্যালয়কে দান করেন এবং বাকি সোয়া ৪ বিঘা (দুটি পুকুর) আমাকে কবলা মূলে লিখে দেন। যার মধ্যে উত্তরের পুকুরটি ১ একর ৩৯ শতক ও অন্যটি ৮২ শতক।

পুকুরগুলোর গভীরতা ১৫ ফুট নয়, ৮ থেকে ১০ ফুট হবে। যেহেতু স্কুলের নিজস্ব কোনো রাস্তা নেই, তাই এর দায়ভার আমার ওপর বর্তায় না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ যদি এখানে গাইড ওয়াল নির্মাণ করে বা রাস্তা প্রশস্ত করতে চায়, সেক্ষেত্রে আমার পূর্ণ সম্মতি থাকবে।”

শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পরপরই আমি গুরুত্বের সাথে নিয়েছি এবং আগামীকালই সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করব।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে জরুরিভিত্তিতে গাইড ওয়াল নির্মাণ বা ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুতই আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব।”

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, “বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আগামী ১৭-১৮ ডিসেম্বরের মধ্যেই আমি প্রতিনিধি পাঠিয়ে অথবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেব। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

জনপ্রিয়

অপরাধ

ট্রাম্পের হুমকির পরই সমুদ্রের নিচে মিসাইল ভাণ্ডার দেখাল ইরান

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সমুদ্রের গভীরে নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই সুড়ঙ্গের...

ভারত–বাংলাদেশ সম্পর্ক: মেক্সিকো থেকে রাষ্ট্রদূত মুশফিকের তাৎপর্যপূর্ণ বার্তা

অন্বেষণ ডেস্ক : ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবহ বার্তা প্রদান করেছেন। মেক্সিকো সিটিতে...

শরিফ ওসমান হত্যা মামলা: ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

অন্বেষণ ডেস্ক : শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদের সহযোগী রুবেল আহমেদকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার...

ট্রাম্পের হুমকির পরই সমুদ্রের নিচে মিসাইল ভাণ্ডার দেখাল ইরান

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সমুদ্রের গভীরে নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান।...

ভারত–বাংলাদেশ সম্পর্ক: মেক্সিকো থেকে রাষ্ট্রদূত মুশফিকের তাৎপর্যপূর্ণ বার্তা

অন্বেষণ ডেস্ক : ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও...

শরিফ ওসমান হত্যা মামলা: ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

অন্বেষণ ডেস্ক : শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের স্বার্থে ফয়সাল করিম মাসুদের সহযোগী রুবেল আহমেদকে আবারও...

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

অন্বেষণ ডেস্ক : গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল হামলার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা পুরো শহরে আতঙ্কের সৃষ্টি করেছে।...

ভোট গ্রহণে ব্যয় ৩১০০ কোটি টাকা, আইনশৃঙ্খলা খাতেই যাচ্ছে ১৫০০ কোটি

অন্বেষণ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া...

ঝড়ো ফিফটির রেকর্ড দুবের, তবুও নিউজিল্যান্ডের কাছে হার ভারতের

অন্বেষণ ডেস্ক : বিশাখাপট্টনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ১৫...