বগুড়ার শেরপুর উপজেলায় ট্রান্সফরমার চুরি রোধে গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার এলাকায় এ সভার আয়োজন করে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২, শেরপুর জোনাল অফিস।
সভায় সভাপতিত্ব করেন বিশালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান। এসময় গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মণ্ডল, সহকারী জেনারেল ম্যানেজার মো. আব্দুল আওয়ালসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় শুধু বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করছে না, ক্ষতিগ্রস্ত করছে সাধারণ গ্রাহকদেরও। তাই এলাকাভিত্তিক নজরদারি, স্থানীয় সহযোগিতা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই চক্রকে প্রতিহত করা সম্ভব।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গ্রাহকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


