শিক্ষকদের উপর ন্যাকারজনক হামলা ও তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন নওগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা। এর ফলে নওগাঁর ১ হাজার ৩৭৪টি বিদ্যালয়ে রোববার থেকে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা যায়, দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে গতকাল শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাঁদের অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।
অবস্থান কর্মসূচির প্রথম দিনে শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে পুলিশের ন্যাকারজনক হামলার ঘটনায় আজ থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
সে দাবির প্রেক্ষিতে আজ রোববার থেকে জেলার মোট ১ হাজার ৩৭৪ টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাস না হওয়ায় বাড়ি ফিরে গেছেন শিক্ষার্থীরা। সামনে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা বলে মনে করেন শিক্ষানুরাগীরা।
নওগাঁ জেলার শিক্ষক নেতা মোস্তাফিজ রহমান বলেন, ঢাকায় যেভাবে আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে, তাতে আমরা শিক্ষক সমাজ ক্ষুব্ধ। আমাদের অনেক শিক্ষক-শিক্ষিকা রক্তাক্ত হয়েছেন, অনেকের হাত-পায়ে বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এছাড়া কয়েকজন শিক্ষককে আটক করে রাখা হয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি সমাধান না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে।


