ওমান থেকে দেশে ফিরে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রবাসীর পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোররাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ওমান প্রবাসী বাহার উদ্দিন দেশে ফিরছিলেন। তাকে সঙ্গে নিয়ে প্রবাসীর পরিবার বিমানবন্দর থেকে প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুরের পথে রওনা হন। পথে মধ্যে আলাইয়াপুর পৌছাঁলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ভোরে দুর্ঘটনার শব্দ শুনে তারা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলোর ঝলকানি দেখে এগিয়ে গিয়ে গাড়িটি খালে পড়ে থাকতে দেখেন। আশপাশের লোকজন উদ্ধারকাজে সহায়তা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন “দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”