বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রাম

প্রশিক্ষণের নাম করে ছুটি নিয়ে অন্য কলেজে ক্লাস নেন মাদ্রাসা শিক্ষক

বিশেষ সংবাদ

প্রশিক্ষণের নাম করে এমপিওভুক্ত মাদ্রাসা থেকে ছুটি নিয়ে অন্য আরেকটি কলেজে চাকরি করার অভিযোগ উঠেছে মো: বায়জিদ হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগসাজসে ৫ মাস ধরে বেতনও উত্তোলন করে আসছিলেন তিনি।

অভিযুক্ত বায়জিদ হোসেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক। তিনি ছুটি নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছেন। দুটি প্রতিষ্ঠানে খোঁজ-খবর নিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে ওই অভিযুক্ত শিক্ষকের ছবিসহ কর্মরত থাকার তথ্য পাওয়া গেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, বায়জিদ হোসেন এনটিআরসিএর ৪র্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে গত ২০২৩ সালের অক্টোবর মাসে মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি এমপিওভুক্ত হন। ২০২৪ জানুয়ারি মাস থেকে তিনি মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। তবে মাদ্রাসা থেকে তিনি ঠিকই নিয়মিত বেতন উত্তোলন করছেন।

ওই মাদ্রাসার আইসিটি বিষয়ের খন্ডকালীন শিক্ষক মো: আরিফুল ইসলাম আকাশ জানান, এ বিষয়ে অন্য কোনো শিক্ষক আছেন কি না সে ব্যাপারে আমি সঠিক জানি না। চলতি বছরের জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে আমি নিয়মিত ক্লাস নিয়ে আসছি। এ সময়ের মধ্যে আমি আইসিটি বিষয়ের অন্য কোনো শিক্ষক দেখতে পাইনি।

মাদ্রাসার একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বায়জিদ হোসেন অধ্যক্ষ নূর বখতের সাথে লিয়াজো করে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। দুটি প্রতিষ্ঠান থেকে তিনি বেতনও উত্তোলন করে আসছেন। হাজিরা খাতা এবং বেতন বিলের কাগজপত্রে কীভাবে বায়জিদ হোসেনের স্বাক্ষর দেওয়া হয় সে ব্যাপারে কিছুই জানেন না তারা।

মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি (টিআর) মো: মাজেদুল ইসলাম জানান, আইসিটি শিক্ষক বায়জিদ হোসেন বেশ কয়েক মাস হলো মাদ্রাসায় আসেন না। শুনেছি তিনি নাকি ট্রেনিংয়ে আছেন। তবে কিসের ট্রেনিং সে বিষয়ে কিছুই জানি না। তিনি প্রশিক্ষণের কথা বলে ছুটি নিয়েছেন।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিভাগের প্রধান মো: সারওয়ারর্দী আলম জানান, এর আগে বায়জিদ আমাদের স্কুল শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে মাদ্রাসায় চাকরি হওয়ার পর তিনি ইস্তফা দেন। তাকে আমাদের প্রতিষ্ঠানে থাকার জন্য প্রস্তাব দিলে তিনি কলেজের প্রভাষক পদে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। পরে ৫ মাস আগে বায়জিদকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরসাথে তার স্ত্রীকেও চাকরি দেওয়া হয়। তখন থেকে বায়জিদ আমাদের কলেজে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তিনি এখনো ওই মাদ্রাসায় কর্মরত আছেন সে ব্যাপারে আমাদের জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রভাষক বায়জিদ হোসেন জানান, মাদ্রাসার অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে আমি আগামী ৩০ জুন (রবিবার) পর্যন্ত প্রশিক্ষণকালীন ছুটি নিয়েছি। আমি যেখানে রয়েছি সেটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান নয়। এমপিওভুক্ত শিক্ষক হয়ে অন্য আরেকটি কলেজে নিয়োগ নিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলন কতটা বিধিসম্মত, এমন প্রশ্নের জবাবে বায়জিদ ইসলাম দাবি করেন, ১ জুন (শনিবার) আলিয়া মাদ্রাসায় ইস্তফা দিয়েছেন। এ যাবৎ তিনি যে বেতন উত্তোলন করেছেন, সেটি ফেরত দিতেও প্রস্তুত রয়েছেন বায়জিদ।

এ বিষয়ে মাদ্রাসা র অধ্যক্ষ মো: মাওলানা নূর বখ্ত জানান, বায়েজিদ আগামী ৩০ জুন পর্যন্ত প্রশিক্ষণের কথা বলে ছুটি নিয়েছেন। এরপর মাদ্রাসা য় যোগদান না করলে বয়জিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো: সাইদুল আরিফ জানান, এটা গুরুতর অনিয়ম। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: অভিনেত্রী জয়া

অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি বলেছেন, কলকাতা তার একরকম দ্বিতীয় বাড়ি। গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দেন তিনি।সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল...

টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস সাম্প্রতিক সময়গুলোতে অভিনয়ের বাইরে ব্যবসার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন শোরুম উদ্বোধন ও পার্লার পরিচালনার খবরই পাওয়ার...

জনপ্রিয়

অপরাধ

নুরকে দেখতে ঢামেকে ভিপি সাদিক কায়েম

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)...

বগুড়ার সাবেক এমপি সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি...

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, নির্বাচনে স্বচ্ছতা নেই এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায়...

নুরকে দেখতে ঢামেকে ভিপি সাদিক কায়েম

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল...

বগুড়ার সাবেক এমপি সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত...

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি,...

কুষ্টিয়ায় ছেলের বটির কোপে মায়ের মৃত্যু

কুষ্টিয়ায়র দৌলতপুর উপজেলায় পারিবারিক আর্থিক অনটন ও জমি-সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ ছেলের হাতে প্রাণ হারান মা করুনা...

ভোটের দিন জাবি হলে অবস্থান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময়...

কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: অভিনেত্রী জয়া

অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি বলেছেন, কলকাতা তার একরকম দ্বিতীয়...