রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যে তিনি অসন্তুষ্ট, তা প্রকাশ্যেই জানিয়েছেন ট্রাম্প। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার এই ক্ষোভের কথা জানতেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
রোববার প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান–এ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমরা খুব শিগগিরই তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করতে পারি। তবে একই সঙ্গে মোদিকে ‘ভালো মানুষ’ ও ‘দারুণ নেতা’ হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।”
যদিও ঠিক কোন কারণে তিনি ‘অখুশি’, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন সংশ্লিষ্টদের মতে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তই মূলত ট্রাম্পের অসন্তোষের কারণ।
এর আগে গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে তাকে আশ্বস্ত করেছিলেন নরেন্দ্র মোদি। তবে সে সময় ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি।
উল্লেখ্য, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিপণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবেও নয়াদিল্লির ওপর রুশ তেল আমদানি বন্ধ করার চাপ বজায় রেখেছে ওয়াশিংটন।


