নেপালে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবাকে অপহরণ করেছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগের পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আরজু রানা দেউবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।
এদিকে রাজধানী কাঠমান্ডুতে আগুনে পুড়ে গেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনসের বহুতল ভবন। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই ভবনেই প্রকাশিত হয় ইংরেজি দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট। আগুন লাগার পর এ পত্রিকার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর মেলেনি।
প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরও নেপালের রাজপথ শান্ত হয়নি। খবর পাওয়া গেছে, তিনি দেশ ছেড়ে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। এর আগে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাসভবনসহ নানা স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিগদেল দেশের উত্তেজিত সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তিনি ও সরকারি কর্মকর্তারা বলেছেন, “প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন শান্ত থাকা জরুরি। আরও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি ঠেকাতে সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হবে।”