বগুড়ায় অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাছের গুড়ির ভেতর ফাঁকা জায়গা তৈরি করে লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি হাইচ মাইক্রোবাস থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
ডিবির ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। সন্দেহের ভিত্তিতে গাড়িটি আটক করার পর ভেতরে থাকা কয়েকটি গাছের গুড়ি বের করে আনা হয়। পরে কুড়াল দিয়ে গুড়িগুলো চিড়ে দেখা যায়, ভেতরে বিশেষভাবে কাটা বক্সের মতো জায়গায় গাঁজা লুকানো আছে।
তিনি বলেন, ‘গাছের গুড়ির ভেতর ফাঁকা করে নিয়ে বিশেষ কায়দায় ৩৬ কেজি গাঁজা রাখা হয়েছিল। সেগুলো মাইক্রোবাসযোগে পাচার করা হচ্ছিল।’
ডিবি জানায়, মাইক্রোবাসটি নওগাঁর দিকে যাচ্ছিল। এর আগে বগুড়া শহরের চারমাথা এলাকায় গাড়িটি আটকের চেষ্টা করা হলেও সেটি দ্রুত নওগাঁ অভিমুখে চলে যায়। এরপর ডিবির একটি টিম গাড়িটির পিছু নেয় এবং দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেটিকে থামাতে সক্ষম হয়।
গ্রেফতার ব্যক্তির পরিচয় ও এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


