বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তিনি অভিযোগ করেন, যারা এসব ‘টিকিট’ দেওয়ার কথা বলে, তারা মানুষের নয়—এমন কিছুর কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে প্রতারণা করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রমের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “যারা বলে অমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন—তাদের ভূমিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেই দেখা হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যে তাদের চিনে নিয়েছে।” তিনি বলেন, কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যেভাবে নতুন করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে, তা ১৯৭১ সালের স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
নারী ও সামাজিক সুরক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে তোলা হবে। পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের ভেতরে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে অনিয়ম হয়েছে, তা দেশবাসী দেখেছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে সরকার গঠন করে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করাই দলের লক্ষ্য। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।


