দেশের প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়াপ্রেমীদের খেলাধুলার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা চাই প্রত্যেক উপজেলায় যেন তাদের নিজস্ব মিনি স্টেডিয়াম থাকে, যাতে সেখানে ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদরা ভালোভাবে খেলাধুলা করতে পরেন।। স্টেডিয়ামগুলো ইভেন্টের জন্য নয়, নিয়মিত খেলার জন্য যেন সবার জন্য উন্মুক্ত থাকে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৯ আগস্ট) সকালে নাটোরের কানাইখালিতে সদর উপজেলার নতুন মিনি স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠান শেষে ভার্চুয়ালিযুক্ত হয়ে আরও ১৩টি উপজেলার মিনি স্টেডিয়ামের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা মিলে এই স্টেডিয়ামগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। যাতে ক্রীড়াবিদরা নিয়মিত অনুশীলন করতে পারেন এবং স্থানীয় খেলাধুলার মান উন্নত হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, মিনি স্টেডিয়াম প্রকল্পের পরিচালক মাহাবুব মোরশেদ সোহেল, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইনসহ প্রশাসনিক ও জুলাই শহিদ পরিবার এবং আহত যোদ্ধাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় এলজিইডি বাস্তবায়িত অন্যান্য প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধনও করেন।