রাজশাহীতে মোটরসাইকেল চালকের ধাক্কায় আহত হয়েছেন মো: ফিরোজ নামে এক ট্রাফিক সার্জেন্ট। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন। রবিবার (৩১ মার্চ) দুপুরে পবা উপজেলাধীন বায়া বাজার চেকপোস্টে দায়িত্বরত অবস্থায় এক কিশোরের মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।
আটককৃত তরুণের নাম মো: রেজাউল হোসেন তারেক। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পবার এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করেন।
জানা গেছে, রবিবার দুপুরে পবা উপজেলার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেকপোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক কিশোর মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে পুলিশ সার্জেন্ট হাতে এবং পায়ে অনেকটা জখম হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহীতে মোটরসাইকেল চালকের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আহত হওয়ার বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র মো: রফিকুল আলম বলেন, পালিয়ে যাওয়ার পর রেজাউল হোসেন নামের ওই তরুণকে আটকের জন্য কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু কার হয়। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় থাকে পুলিশ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে তাকে ভুগরইল এলাকা থেকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।