মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

শেরপুরে মাটি খননের নামে ধ্বংসযজ্ঞ! প্রশাসনের অভিযানে আসামি উধাও

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া তালপুকুর এলাকায় অবৈধভাবে ৩০ ফিট গভীর করে মাটি খননের ঘটনায় স্থানীয় বসতবাড়িগুলো হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট এসএম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। শেরপুর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই পালিয়ে যান। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর দুটি ব্যাটারি জব্দ করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে মাটি খনন করছিলেন। এভাবে গভীর গর্ত করার কারণে ঘরবাড়ি ভেঙে পড়ার শঙ্কায় ছিলেন তারা।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, “অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

দোকান ভাড়া নিয়ে বিরোধ, মারধরে কলেজশিক্ষকের মৃত্যু, ঘাতক আটক

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫০) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার ঘিলাতলী...