বিষাক্ত মদ পান করায় ভারতের তামিলনাড়ুতে অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অন্তত ৬০ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনাটি ঘটেছে ভারতে তামিলনাড়ুর কল্লাকুড়িচিতে।
বৃহস্পতিবার (২০ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার প্রশাসন। এই ঘটনায় কঠিন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।
কল্লাকুড়িচি প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুন) রাতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। পরে অসুস্থ্যদের উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৬০ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জেলা সরকারি হাসপাতালের চিকিৎসক।
এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়র কথা জানিয়েছেন রাজ্যেটির মুখ্যমন্ত্রী স্ট্যালিন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘এ ঘটনায় আমি স্তম্ভিত। কল্লাকুড়িচিতে নকল মদ খেয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের সকলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে। যারা এই জঘন্য ঘটনার জন্য দায়ী তাদের প্রত্যেককে আটক করা হয়েছে। পাশাপাশি যেসকল কর্মকর্তারা এই কাণ্ড রুখতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাটি খুবই দুঃখজনক’।
রাজ্যের গভর্নর আরএন রবি মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং অসুস্থ্যদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।
তিনি জানিয়েছেন, ভেজাল মদ খাওয়ার কারণে কল্লাকুড়িচিতে অনেকের মৃত্যু হয়েছে জেনে আমি খুবই মর্মাহত হয়েছি। আরো অনেকে গুরুতর অসুস্থ্য রয়েছেন। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।