ভারতে অবতরণের সময় মিয়ানমারের ১টি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এ দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ভারতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে ৬ জন যাত্রী আহত হয়েছেন। মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে।
মিজোরামের ডিজিপির দেওয়া তথ্য অনুসারে, বিমানটি ছিল ছোট এবং পাইলটের সাথে ১৪ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬ জন আহত হয়েছেন, আর ৮ জন সুস্থ আছেন বলে জানিয়েছেন ডিজিপি। আহতদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানা গেছে, বিদ্রোহী গোষ্ঠীর সাথে তীব্র সংঘর্ষের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য বিমানটি মিজোরামে এসেছিল। লেংপুই এর বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।