টাঙ্গাইলের সখিপুরে বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) মধ্যেরাতে পৃথকভাবে সখিপুরে উপজেলার মাচিয়া গ্রামের পরিত্যক্ত টিনের ঘর থেকে ৭ জন এবং দেওবাড়ী গ্রামের মুরগীর খামার থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সখিপুরে উপজেলার দামিয়া উত্তর পাড়ার মো: মঞ্জুরুল হক (৪২), মো: শরিফ মিয়া (২০), মাচিয়া গ্রামের আ. আলীম (৩৫), মো. জামাল হোসেন (৬০), মো: আফছের আলী (৩৫), চাম্বলতলা গ্রামের আব্দুল রশিদ (৪৬), মো: হাবিবুর রহমান (৩৫), দক্ষিণ দেওবাড়ীর লিটন (৪২), দাড়িয়াপুর আকন্দপাড়ার মো: ওয়াজেদ আলী (৩৫), যাদবপুর গ্রামের রুপক (৩৭) ও পাহাড় কাঞ্চনপুরের মজিব সিকদার (৪৮)।
টাঙ্গাইলের সখিপুরে বিশেষ অভিযানে ১১ জন জুয়াড়িকে আটকের বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ শাহিনুর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে সোপর্দ হয়েছে।