গাজীপুরের কোনাবাড়ীতে অপহরণের ৭২ ঘন্টা পর বাড়ির পাশের কলাবাগান থেকে মো: তামিম নামে ৬ বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে কোনাবাড়ীর আমবাগ এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু তামিম ময়মনসিংহের ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের মো: নাজমুলের ছেলে। নিহতের বাবা কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (০৭ জুলাই) বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু তামিম। পরে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তামিমকে না পেয়ে ওই দিন থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন স্বজনরা।
নিখোঁজের ১ দিন পর অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসলে ‘তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লক্ষ টাকা লাগবে’ এমনটা দাবি করা হয়। পরে তামিমের বাবা অপহরণকারীদের মুক্তি পণের ১০ লক্ষ টাকা সঙ্গে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে যান। কিন্তু পরে অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বুধবার দুপুরে বাড়ির পাশের কলাবাগানের মধ্যে তামিমের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অপহরণের ৭২ ঘন্টা পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান লিটন জানিয়েছেন, সিসিটিভির একাধিক ফুটেজে ঘটনার দিন বিকেলে শিশু তামিমকে বাড়ির পাশ দেখা যায়। এর কিছু সময় পর তাকে খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। এ ব্যাপারে স্বজনরা থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে ভিকটিমের বাবার মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। পরে বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিডি মূলে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।