দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি তেলবাহী লরি রাস্তার পাশের চায়ের দোকান ঢুকে পড়লে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। শনিবার (১১ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নে কাউগা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কাউগা বাজারের নাইটগার্ড মো: আজহার আলী ও মো: রানা নামে এক যুবক। নিহত আজহার আলী সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা ও রানা সদর উপজেলার কাউগা হাটখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জনা গেছে, ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী দ্রুত গতির একটি তেলবাহী লরি কাউগামোড়ে পৌঁছালে রাস্তার পাশে মো: সোবহানের চায়ের দোকানে উঠিয়ে দেয়। এ সময় কাউগা বাজারের নাইটগার্ড মো: আজহার আলী ও মো: রানা নামে এক যুবক চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় লরিটি এসে তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচারসহ শাস্তি দাবি করেছেন নিহতের পরেবার ও এলাকাবাসী। পুলিশ ওই ঘাতক তেলবাহী লরিসহ চালক মো: রাজু খন্দকার ও হেলপার মো: সোহাগকে আটক করেছে।
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার সময় তেলবাহী লরির চালক ঘুমন্ত অবস্থায় ছিলো। এ মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের পরেই আইনিগত ব্যবস্থা গ্রহণ কার হবে।