নওগাঁয় একটি কলাবাগানের মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় মোছা: কুলসুম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।। গ্রেপ্তারকৃত কুলসুম বদলগাছী উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টায় নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষীপোল বুজরুক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কলাবাগানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল পালিয়ে গেলেও তার স্ত্রী কুলসুমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁয় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।