নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো: আরমান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৭ মে) সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান আলী উপজেলার উত্তর দমদমা এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট হাইস্কুল এন্ড কলেজের ৯বম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, আজ সকালে আরমান তার মামার ট্রাক্টর নিয়ে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বয়ে আনতে যাচ্ছিলো। ধানবোঝাই করে বাড়ি ফিরে আসার পথে মধ্যে নিচু জমি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তিনজন ধানকাটা শ্রমিকও আহত হন।
নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আরমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।