শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন

প্রার্থীদের প্রতিযোগিতা রূপ নিচ্ছে দ্বন্দ্বে

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহন না থাকলেও দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের অভ্যন্তরীণ স্নায়ুযুদ্ধ প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে আলোচনায় রয়েছেন চেয়ারম্যান প্রাার্থী শাহ জামাল সিরাজী ও সুলতান মাহমুদ। এই দুই প্রার্থীর প্রচরণায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির গ্রুপিং সামনে আসতে শুরু করেছে।

শেরপুরের রাজনীতিতে সাবেক এমপি হাবিবর রহমান ও বর্তমান এমপি মজিবর রহমান মজনু’র দুটি গ্রুপের দ্বন্দ্ব ছিলো। জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২০২৩ সালের ১৪ এপ্রিল তা সংঘর্ষের রূপ নিয়ে আদালত পর্যন্ত গড়ায়।

তৎকালীন এমপি হাবিবর রহমানের গ্রুপের প্রধান শক্তি ছিলো তারিকুল ইসলাম তারেক ও মোস্তাফিজুর রহমান ভুট্টোর নেতৃত্বাধীন উপজেলা যুবলীগ, অপরদিকে মজিবর রহমান মজনুর গ্রুপে ছিলো উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। পরবর্তীতে মজিবর রহমান মজনু এমপি নির্বাচিত হওয়ায় বাহ্যিকভাবে গ্রুপিংয়ের অবসান হলেও উপজেলা নির্বাচন ঘিরে আবারও তা সামনে আসছে।

এবারের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকলেই তাকে বর্তমান এমপি মজিবর রহমান মজনুর কাছের মানুষ হিসেবে জানেন।

দলীয় প্রার্থী না হলেও দলীয় পদের কারণে তিনি বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করছেন। উপজেলা ও পৌর কমিটি তাকে সমর্থন দিয়েছে বলে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা কর্মী। তারা মনে করেন যেহেতু সুলতান মাহমুদ দলের সাধারণ সম্পাদক ও বর্তমান এমপির কাছের মানুষ, তার পক্ষে কাজ না করে উপায় নেই।

অন্যদিকে আরেক প্রার্থী শাহ জামাল সিরাজী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। অর্ধ শতাব্দী ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও এখন তিনি কোনঠাসা। দলের সুবিধা বঞ্চিত নেতাকর্মীদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

গত ২৪ তারিখে এক কর্মী সভায় উপজেলা যুবলীগ তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে এবং কাজ করছে। তাকে কেন্দ্র করে সাবেক এমপির গ্রুপ টিকে থাকার শেষ চেষ্টা যেমন করছে, একইভাবে তাকে পরাজিত করে বর্তমান এমপির গ্রুপ নিরংকুশ আধিপত্য বিস্তার করতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আওয়ামী লীগের সহ সভাপতি শাহ জামাল সিরাজী:

প্রার্থীদের প্রতিযোগিতা নিয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ জামাল সিরাজী বলেন, আমি দলের সিদ্ধান্ত মেনে এককভাবে প্রচারণা চালাচ্ছি। কিন্তু সুলতান মাহমুদ এখনো বিভিন্ন স্থানে দলের বর্ধিত সভার নামে আমার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।

তিনি এমন প্রচার করছেন যেন তিনি আওয়ামী লীগ, আর আমি আওয়ামী বিরোধী। আমার পোষ্টার ব্যানার খুলে ফেলা হচ্ছে। তাদের আচরণে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আশংকা দেখা দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ:

তবে এই নির্বাচনে প্রার্থীদের প্রতিযোগিতা দ্বন্দ্ব বা সংঘাতে রূপ নেওয়ার পরিস্থিতিতে যেতে পারে বলে মনে করছেন না চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ। তিনি বলেন, আমার পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছি।

নির্বাচন নিয়ে কোনো সংঘাত বা দ্বন্দ্বে জড়ানোর মানুষিকতা আমাদের নেই। প্রতিপক্ষ নেতৃত্বশূন্য হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ধরনের গুজব ছড়াচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন জিহাদী:

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, নির্বাচনী আচরণ বিধি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি...

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

জনপ্রিয়

অপরাধ

বিশেষ দলকে সরকারি প্রোটোকল দিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা হতে পারে: নাহিদ ইসলাম

সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়লে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেওয়ার পর দেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে এমন দাবি করেছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন,...

ইসির অনুরোধে তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির...

বিশেষ দলকে সরকারি প্রোটোকল দিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা হতে পারে: নাহিদ ইসলাম

সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়লে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন মন্তব্য...

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেওয়ার পর দেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে এমন দাবি করেছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ...

ইসির অনুরোধে তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে...

নির্বাচনের সুযোগ না পেয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইশরাক হোসেন

যাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই এবং যারা জনগণের কাছে প্রত্যাখ্যাত, তারাই অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে...

পাবনা-১ ও ২ ভোট স্থগিতের খবর সঠিক নয়: নির্বাচন কমিশন

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত হয়েছে...

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে দগ্ধ হয়ে প্রাণ গেল ৪ জনের

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দগ্ধ...