ফেনীতে ৩ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনী গ্রামের ইউনুছ এর মেয়ে জোছনা মনি (২১), কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের মেয়ে রিয়া মনি (২২), টেকনাফের আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপাল ফ্লাইওভারে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় র্যাবের একটি দল সেখানে উপস্থিত হওয়া মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ এবয় তল্লাশি করে ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভিতর থেকে ১৮টি নীল রংয়ের পলিপ্যাকের ভেতর থেকে প্রায় ৩ হাজার ৫শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফেনীতে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৩ জনকে গ্রেফতারের বিষয়ে ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক মো: সাদেকুল ইসলাম জানান, আসামিদের র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। আসমিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।